ক্ষতের দেয়াল রক্তে ভেজা
পুরো কষ্টের নির্যাস,
প্রভু-ই আনে পথের দিশা
পেও না উপহাস!!


ধরাধামে অনেক আছে
সুবিধাবাদীর বাস,
কাকে বলো করবে বিশ্বাস
সেই করবে সর্বনাশ!!


উন্মাদ নৃত্য ব্যাধি যখন
ভাঁজে ভাঁজে ভরা,
মানবতার সুবাস নাহি
মনটা দৈন্যে গড়া!!


রতি থেকে শৃঙ্গার পথে
সুধা আস্বাদনে,
বিলিয়ে দেয় মন মগ্নতা
প্রীতি নিবেদনে...!


স্রষ্টার স্নিগ্ধ ছোঁয়া পাবে
তাঁরই প্রেমে মজো,
নিদর্শনে ভরা ভবে
প্রার্থনাতে খোঁজ।


যুদ্ধের জাহাজ মনটা আছে
এগিয়ে যাও তুমি,
ডুবুরির হস্তে মুক্তা নাও
যে বানিয়েছেন ভূমি।