স্মৃতির দর্পনে ভেসে আসা কিছু ছবি কথা বলে,
মন পাখিটা ডানা মেলে, স্নিগ্ধ উষ্ণ নৈসর্গিক সুখানুভূতির সানিগ্ধ্যের ছোঁয়া পেতে!!
চোখটা ভিজে আছে জলে...


টপটপ করে ঝরে সবুজ দুর্বা ঘাসে, শিশির বিন্দু হয়ে লেপ্টে থাকে!!


অদ্ভুত সময়ের বিবর্তনে প্রত্যাশার সকাল ধূসরতার আবীরে ঢাকে।


অশত্থ বৃক্ষের মত চুপ দাঁড়িয়ে থাকা, অপলকে কিছু দেখা, প্রহরের ক্ষণগুলো এক এক করে গোনা, এও এক পথচলা!!


মেঘে মেঘে ঢাকা পথের আড়াল থেকে চক্ষুষ্মান মন অন্ধ যখন, তখন শরীরের বিন্দু বিন্দু জল নামে বিরক্তির অবসাদে!


তাতে কী, কার কি আসে -
শিশির ভেজা সকালও তো সিক্ত হয়েই ঘুরে দাঁড়ায় নোতুন দিনের প্রত্যাশাতে।
শিশিরের আচ্ছাদন ভুলে যায়...


পথের ক্লান্তি যেথায় ঘুচি, সেই সত্যটুকু হয়ত ইতিহাস হবে, কিন্তু কখনও পথ বন্ধ রবে না...


মনের টানে, সুবাস ঘ্রাণে নিত্য দিনের পর দিন সকালে ঘুম থেকে উঠে একটা অজানা কারণে মন ছুটে সত্য, কিন্তু সেই মন তো ক্ষণ স্থায়ী!


মনপাখি যখন উড়ে, তখন সব কিছুই সেই আগের মতোই...


আসলে জীবনটাই অদ্ভুত!
মায়া ছায়ার প্রেমে ডুবে, স্থায়ীত্ব লুপ্ত যখন নিভে, এরপরও মন ছুঁয়ে যাওয়া কিছু অদৃশ্য - সুপ্ত হাহাকার সাথী হয় দেহে-মনের গহীনে!