প্রতিদিন স্বপ্নের অপমৃত্যু হচ্ছে, ঝরে যাচ্ছে শুকনো পাতার মত!
গোলক ধাঁধার ফাঁদে আহত পাখির ছটফটানির মর্মর ইতিহাস অদৃশ্য রয়ে গেল!!


সূর্য সন্তান সততার চন্দ্রবিন্দুতে ঘুরপাক খায় নিত্য, অসহায় চতুর্মুখী বেড়াজালে!
অন্তহীন অন্ধকারের মাঝে ঝিঁঝিঁ পোকার আলোতে পথ চলে...!!!
এ চলা, চলা নয় জেনেও অব্যক্ত যন্ত্রণার মালা গাঁথা পথের যাত্রী, যুগের পর যুগ ধরে।
ক্লান্ত শান্ত অন্ধ বধির হয়ে বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা যায় না,
নির্মল সুধায় স্নিগ্ধ সবুজাভ সেইদিনগুলো নেই, পাখি নেই, শ্যামা নেই, নেই অবুঝ সবুজ মানুষ!
কোথায় যেনো সব নিখোঁজ হয়ে গেছে!
নজরুলের কাব্য আজ কেউ পাঠ করে না, জেনেই সব ডুব দিয়েছে অতলে!


কদাকার সময়ের বাঁশির তালে উন্মাদ সবে নিজেকে বাঁচাতে ব্যস্ত, যাক রসাতলে সব!!!


সূর্য উঠবে কবে, জানা নেই তবে উঠবেই, নিকষ কালো মেঘ বিদীর্ণ করে...! কিরণ দেবে, সেই ছটায় চাঁদ পাবে আলো!!