সহস্র পূর্ণেও শূন্য কেনো,
অতল আর্তনাদের নীরব নির্ঝর - বিন্দু সবুজ ঘাসে!
হাহাকারের
ক্ষুব্ধ অবভাসে, প্রশ্ন তোলে...

সচল যা দেখি, মেকির ছদ্মবেশে, নিত্য নতুন সাজে!

শোকে - দুখে হিমশীতল তনু-মনেও উচ্ছ্বাস, বর্ণচোরা গিরগিটি ব্যস্ত সময়ের পাঁকে!!

মনোব্যথার , রঙ নেই ;ব্যাঙাচির মতোই ছুটে চলে কিলবিল করে!!

চৈত্রের ঝিকঝিক দুপুরে অলস সময়ের বিবর্তনে
বৈচিত্র্য নেই, তবুও থেমে নেই জীবন!

জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় ঢেকো, মনঃপীড়ার সাতকাহন ;যেখানে একাই খুঁজে বের করো, প্রকৃতির মাঝে সুরেলা শব্দের ব্যঞ্জন!!

না, নেই কেহ!
হা-হুতাশে নেই জীবনের স্পন্দন!
বুঝি, বুঝেও কেনো ডুব সাগরে হাবুডুবু খাই, রহস্যময় ঠোঁটের কোণে, চিলতে হাসির স্পর্শে!!

আধেক জানি, নয় তো কিছুই জানা নেই!!

জীবনটাই এমন, ঘোরে পথ চলে, মিথ্যার ফাঁদে!!!