ওই চোখেই ডুবে আছি -
নিয়েছি দৃপ্ত শপথ ,কেউ নেই সেথায় ; খুঁজে পেয়েছি ,
বসন্তের নৈসর্গিক সুখানুভূতির ঠাঁই ,কাটিয়ে দিতে চাই -
জনম জনম হে প্রিয়া মোর ,তুমি বিনে কেউ-ই নাই ,চিত্তের -
নির্জন বাগিচায় !!


কত কথা বলে ,হাসে মাদকতায় ; ফিরে দেখি ,নিরুপায় সময় -
ঝঞ্ঝার মাতম তোলে ,উড়িয়ে নিয়ে যায় ,নিষণ্ন নিশ্চুপ শুন্যতায় !!
ঠায় দাঁড়িয়ে রই ,ঘোরের আবহাওয়ায় ,গহীন এক প্রতীক্ষায় ...বিস্ময় ;
পালের টানে ভাসি নরক যন্ত্রণায় ,এ-এক অন্যরকম ভালো লাগা ,
প্রতিটি প্রহরের বিষণ্নতায় ,অদ্ভূত ! ক্ষত বুকে -
তবুও কি হার মানে ,মত্ত যে মরু-মন পিপাসায় !


আয়নায় যে প্রতিবিম্ভ ,তা তো দেখি ,ওই চোখে ---
আমার আশা-নিরাশা ভাবের সব কটি জানলা ,
উন্মুক্ত সতত-ই ; তাই তো বিভোর বন্ধ্যা মনে সুবাস ছন্দে !
যতকাল আছি ,ততকাল ...শান্তির করেছি নীড় ওই ,
চোখেই ,আছি বেঁচে ,মরবো ,ডুববো ...ভালোবেসে !!