ক্ষমাহীন স্বার্থের সংঘাত
গৃহ থেকে গৃহে,
উদ্ভ্রান্ত ধূলিলিপ্ত কষাঘাতে
দম্ভে অস্থির অচেনা সত্য!!


চিরায়ত বেণুর সুর লুপ্ত -
হারিয়ে গেছে সুখদুঃখের মন,
গভীর নিস্তব্ধ নিশির ক্ষণ -
কানে ভেসে আসে বুকফাটা আর্তনাদ, রোজ...!


কান্নার ঝর্ণা যখন বহে, অপলকে দৃষ্টি নিমগ্ন হয়...!
স্মৃতিকাতর সাহারার বুকে,
নির্মম অবসাদ, তাচ্ছিল্যের জোয়ারে!!


অদ্ভুত কুশ্রী অমানবিক যুদ্ধ, বন্ধন ছিঁড়ে গেছে, শ্রেণী - বৈষম্যে ;পদ-ক্ষমতার লড়াইয়ে!!


নকশীকা়ঁথার সংসার এখন পলাসীর রণক্ষেত্র!
মীরজাফর আছে, আছে ঘষেটি বেগমের উৎপাত!!
অথচ রক্ত-জাত-পাত সব এক!!!


চেনা ঘরে, অচেনা সব
অঙ্ক কষা আছে বলেই
জটিল জিলাপির প্যাঁচের সমাধান খুলে এক নিঃশ্বাসে!
অর্থ, সবটার মুলে ;মূল্যবোধ ম্লান!!
ধূর্ত উঁৎ পেতে বসে চালায় দাবার ঘুঁটি...! বিচ্ছিন্ন করে এক একটা চালে ব-দীপ!
অন্তহীন যন্ত্রণায় কাটে একা ব-দীপ বাস-বাসিন্দার! দাঁত কেলিয়ে হাসে মেঘের আড়ালে লুকিয়ে শনির সূর্য!!


চলছে, জন্ম থেকে মৃত্যু অবধি, কিন্তু নিস্তার নেই...!
যে ফাঁদে পড়েছে!