সময় যায় বয়ে ব্যথা বুকে রয়ে সব গেল সয়ে এলে না ফিরে ,
আসবে না জানি নিঃস্ব চিত্ত খানি নয়নে ঝরে পানি হাহাকার নীড়ে ।


উদাস নয়নে শয়নে স্বপনে মুগ্ধ মননে আজও আমি পথ পানে -
দূরে সুদূরে দেখি তেপান্তরে কাঁদে অন্তরে মনের মর্ম কে জানে ?


ওগো মোর সখা দাও এসে দেখা রয়েছি আজও একা স্মৃতি নিয়ে -
তোমার বিহনে নিদ্রাহীন ভূবনে শান্তি নেই মরনে যাও দেখা দিয়ে ।


যদি না আসো ভাল না বাস দূরে কেন হাসো লাগে এত মায়া -
তোমারই আমি আমারই তুমি ওগো মোর স্বামী গহনে তোমারই ছায়া ।


বাতাস ভাল লাগে না সুবাশ ছড়ায় না নিশি কাটে না শূন্য আজ আমি -
বিরহের যাতনা তুমি বোঝ না মন চেন না প্রেমহীন স্বামী ।