ফুল প্রীতি, ভালবাসা ;চিত্ত উদ্বেলিত, মন জুড়ালো, প্রাণ হারালো, চোখ ধাঁধাঁনো, বিমোহিত ;রূপ-রস-গন্ধে!
একটু ভাবো, ফুলের তুলনা উপমাতে, কাব্যরসে!


নেই জাত-পাত, বর্ণ - বৈষম্য, এক বাগিচায়, চিনি শত ফুল, নাম - স্বাদ - গন্ধে!
মানুষও তেমন ফুলের জাত, কী সাদৃশ্য অথচ কত বর্ণ - বৈষম্য, নেই ঐক্য, নেই সখ্য!
স্বার্থে হাসে, স্বার্থে ভাসে... স্বার্থেই কাছে আসে, অদ্ভুত!


নামটা মানুষ, সাম্প্রদায়িক চিন্তা, ধূর্ত - প্রবঞ্চক, প্রভূ-ভৃত্যের সম্পর্ক, নেই সমতা, শোষণ চলে জন্মান্তরের নেশা!!ধরায়, মানুষ নেশাতুর, উন্মাদ, বিভৎস, অক্টোপাস, হায়না...
এ তো নয়, সময়ের বিবর্তনে এই চিত্র রূপ বদলায়, আদি থেকে অন্ত, দিগন্ত যেমন!!


অথচ আদরে - সোহাগে, প্রার্থনাতে নিত্যদিনের কথা : হে প্রিয়, ফুলের মত হও! সুবাসিত বর্ণিল হও! গন্ধ ছড়িয়ে দাও, চারপাশ...
শূন্যতায় ভরে উঠুক, শুধু ফুলে ফুলে, বাগ-বাগিচায়!
ঘ্রাণে ঘ্রাণে মাতুক এ ধরা, কিন্তু সব ব্যর্থতা কাঁধে তুলে চলি পথ ধরে , আমি - তুমি - আমরা অহোনিশি!!


কবে ফুল ফুটবে, হৃদয়ের অতলে !