জল তরলতা ছাড়ে ,অগ্নি ছাড়ে উষ্ণতা ,
ধরাও ত্যাগ করে স্থিরতা !
সাধনায় সৃষ্ট সঞ্চিত পূণ্যের আলোয় সমৃদ্ধ -
"পণ" ,ছাড়ি কি করে ?
বিশুদ্ধ দর্শন ,কাঁদাই মোরে অহোনিশি !
সময়ের সাত স্বরলিপির আদর্শবাদ •••


মূল্যবোধ ,নীতিশিক্ষা -এসব মেঘের মত ভাসে ;
পাপ-পঙ্কিল সমীরণে !
অশথ বৃক্ষমূলে বসি ,
চিত্তের ধ্যানাসনে !


সমাজ দর্পনে দেখি ,স্নিগ্ধ -শ্যামল তৃণক্ষেত্র -
আজ অবিরাম ঘর্ষণে শৌর্যে -বীর্যে ,
পরাভূত !আবেদনময়তা হারিয়ে !