হৃদি মাঝে পোড়ে মাগো
আছো কতো দূরে,
স্মৃতির আয়নায় প্রোজ্জ্বল সবই
ভাসে কথা নীড়ে ।


মলিন বদন রেখো না মা
আঁখিপাতা ভারী ,
চেয়ে দেখো দৃষ্টি মেলে
পিছু নয় আজ নারী ।


শীর্ষে তুমি নীরজা পথে
যাবেই একদিন জেনো ,
রক্তিম প্রভাত ডাকছে তোমায়
প্রভুর বাণী মেনো ।


মুগ্ধ সমীর চারপাশ জুড়ে
নিরবধি পাশে ,
কর্মের ফলন শোভায় ভরবে
সৃষ্টিধারার আঁশে ।


প্রশ্রয় নাহি চলার পথে
জাগবে স্বপ্ন নিয়ে ,
কন্টক যতো উপড়ে ফেলো
মনবল সব দিয়ে ।


প্রার্থনা মা ভালো থেকো
আলো ছড়াও ভবে ,
মানবতার তরেই জীবন
অক্ষয় তুমি রবে ।



-আমার বড়মেয়েকে, উৎসর্গ
করলাম লেখাটি ।