যে রাত গুলো অগোছালো মেঘে ঢাকা পরে
কাছে আসে বনবাসী জ্যোৎস্নারা
বর্ষণ শেষে হানা দেয় জোনাকি দল। তখন
জেগে থাকা পিপাসা কি কোরে মিটাবো?


ক্লান্ত চোখে হারিয়ে খুঁজি যে প্রেম
নীলকণ্ঠ পাখির ডানায় ভর কোরে
দু'এক বর্ষা ভিজতে গিয়ে ফিরে আসি
বিরহের কবিতা গুলো রাখি নির্জন নগরে।


চোখের জলে জানি সাগর হয় না
যে প্রেম হয়নি তার জন্য কিসের ক্রন্দন?