একটা মানুষ হেঁটে যাচ্ছে
মুঠোয় ভরা আলো,
একটা বিশাল অন্ধকার
সামনে নিরেট কালো।


আলোর ফুলকি সাজিয়ে রাখছে
অন্ধকারের গায়,
একটা মানুষ হেঁটে যাচ্ছে
বিরাম বিহীন পায়ে।


একটা মানুষ পথ হাটছে
কাঁধে বইয়ের বোঝা,
এই চলা টা অন্তবিহীন
এই চলা টাই খোঁজা।


খুঁজছে সে আলোর বিন্দু
আগুন খোঁজা মন,
লক্ষ রাতের অন্ধকার
কাটতে কতক্ষণ।


তিরিশ বছর নিরবধি
জ্ঞানের আগুন জ্বালা,
এগিয়ে যাচ্ছে আলোর দেশে
আলোর ফেরিওয়ালা।