নদীর স্রোত আর সময়,
কখনো অপেক্ষা করে না
তেমনি অবহেলায় সাঙ্গ হচ্ছে সুখের স্বপ্ন।
আভিজাত্য নিয়ে দিচ্ছি পাহারা
বিরাট বিপদে বসবাস,ঠাট্টা-তামাশায়
হারালাম মূল্যবান জীবন।
দালান কোঠা,রাজাধিরাজ সবখানে যাতায়াত
তবু, এই মাটির পৃথিবী মহা সংকট।
আকাশ-বাতাস,নভোমণ্ডল সব ছেড়ে
আমার আসল ঠিকানা মাটির ঘর।#