আমি হলাম বীরের ছেলে  ভয় করি না কিছু
মাগো আমি যুদ্ধে যাব ডাকিও না পিছু
নীলাকাশ পাড়ি দিয়ে চাঁদের হাটে বসি
চাঁদের বুড়ির ছোট ঘরে থাকি হাসি খুশি।


সাগর-নদী পাড়ি দিয়ে ছুটি দিবা নিশি
ঝড়ের সাথে পাল্লা দিয়ে বাজাই সুখের বাঁশি
সাগর আমার মহা বন্ধু  হিরার মালা হাতে
উপহারের মহা ডালি পাঠায় আমার সাথে।


রাজার রাজ্য দখল করি আমি যে মহা বীর
খাজনা পাতি পরিশোধে নদীর পাশে নীড়
আমার দেশে সবাই সৈনিক মাল্লা মাঝি জেলে
মারবে তোমায় শত্রু ভেবে আমার দেশে এলে।


মাগো তুমি ভয় কর না দুঃখ যাবে দূরে
শান্তি সুখে থাকবে তুমি হৃদয় যাবে জুড়ে
হিরা-রতন,সোনা-চান্দি যত মুক্তা মালা
রাণীর ন্যায় মহা সাজে খেলবে দারুণ খেলা।#