মরু সাহারার বুকে
আমি এক পিপাসিত পথিক,জীবন বাঁচার প্রয়োজন
কোথায় সত্যিকার ভালবাসা ?পাব কি সে পথের  দিশা?
সহস্র অন্ধকার,কুঁড়ে কুঁড়ে খাচ্ছে এ জীবন
বিবীষিকাময় স্মৃতি ভুলে থাকা,বড়ই কষ্ট
তা মর্মে মর্মে  উপলব্ধি করছি।
আমি মানুষ !ভাঙ্গব, তবু মচকাবনা।বেদনার বালু চর,
দুঃখের অন্তরালে নিঃশেষ প্রাণ প্রদীপ
বার বার নিবেদন করি বাঁচার,আমি বাঁচতে চাই।
নাগিনী র বিষের ছোবল, নিঃশেষ সব চাওয়া পাওয়া,
অবশেষে আমি পরাজিত সৈনিক।থেকে যায় কিছু প্রশ্ন?
আমি জানি,সব উত্তর তোমাকেই দিতে হবে।#