ফাল্গুন মাসে শিমুল ফুটে
ভাই আসেনি ঘরে
ভাইয়ের জন্য মায়ের মনটা
কেমন যেন করে।


মান অভিমান ভেঙ্গে আমি
বাংলা বলে যে আসি
ভাইয়ের দুঃখে তখন আমি
চোখের জলে ভাসি।


ভাষার তরে সবুজ মাটি
বুকে রক্ত মাখা
মাতৃ ভাষার স্বপ্ন খানি
রং তুলিতে আঁকা।


সকাল বেলা প্রভাত ফেরি
শহীদ মিনার আসি
হাজার ফুলের মালা দানে
শহীদ ভাইয়ের হাসি।#