আমার দেশের মাঠের মাটি
ঢাকা সবুজ ঘাসে
ভাল বাসার আচল দিয়ে
ভরা সারা দেশে।


মাঠে মাঠে পাকা ধানের
শান্তি-সুখের দোলা
চাষীর মুখে, সুখের বাঁশি
যায় কি কভু ভুলা ?


হাজার নদীর স্রোতের গতি
ঢেউ ভাঙ্গা ঐ সুরে
জেলে মাঝি নদীর বুকে
ছুটে অনেক দূরে।


ঘাসের ফুলে প্রজাপতি
রং মিলিয়ে দুলে
মধুর রসে পাগল পারা
ঘুরে ফুলে ফুলে।


প্রকৃতিতে রূপের রাজা
রূপের কারিগর
দেশের প্রতি ভাল বাসা
সবার যে অধিকার।#