একটি সবুজ পাতা ভরা বৃক্ষ
নীচে মায়া ময় ছায়া,বিছানো শীতল পাটি
প্রসারিত শান্তির অমিয় ঝরনা ধারা।
হিংসা,খুন-খারাবি,জুলুম-নির্যাতন সব
ভেদা-ভেদ ভুলে,সমাজ জীবনে প্রস্ফুটিত প্রশান্তির ফালগু ধারা।
দিগন্ত জুড়ে সোনালী ধানের হাসি
নদী –নালা,খাল-বিল,দেশী মাছের সু-মধুর স্বাদ,
ভরে যায় হ্রদয় প্রাণ।
উবর মাটি,মাটিতে সোনা-হিরার খনি
উন্নয়ন-সফলতার হাতছানি,সেই সবুজ পাতা ভরা বৃক্ষটি
আমার প্রিয় মাতৃ ভূমি।#