হেমন্তের ঐ মধুর গানে  বাজাই বাঁশি ধানে
শিশির ভিজা দূর্বা ঘাসে জুড়ায় সবার প্রাণে
ধানের আলোয় ভেসে উঠে সোনা ভরা গায়ে
হিম কুয়াশা যায় ছুঁয়ে যায় ভিজা ভিজা পায়ে।


হাসি ফুটে চাষীর মুখে ফসল কাটি গানে
ধানের বোঝা মাথায় নিয়ে ফিরি বাড়ির টানে
বাড়ির পাশে উঠান জুড়ে পাকা ধানের হাসি
রাখাল ছেলের কণ্ঠে বাজে ঐ না বাঁশের বাঁশি।


নদীর জলে চাঁদের হাসি জোয়ার আসার টানে
গোলা ভরা সোনালী ধানে হাসি ফুটে প্রাণে
সূর্য মামা ঝিলিক ছড়ায় শিশির ভিজা ঘাসে
মাঠ জুড়ে যে সোনালী ধান ঝিলিক দিয়ে হাসে ।


জ্যোৎস্না ভরা চাঁদনী রাতে চাঁদের আলোর হাসি
সকাল-সাজে দেশকে তাই বড্ড ভাল বাসি। #