হেমন্তের ঐ সকাল বেলা আসো আমার বাড়ি
হরেক রকম ,নক্শি পিঠা খাবে তাড়া তাড়ি
খেজুর রসে তেলে ভাজা আর যে ভাপা পিঠা
মায়ার বাঁধন, আচল ভরা খেতে দারুণ মিটা।


সকাল বেলা মিষ্টি রোদে বুক যে ভরা মায়া
আচল ভরা  মায়ের আদর ভালোবাসার ছোঁয়া
শিশির কণা যায় শুকিয়ে মিষ্টি রোদের তাপে
সবার ঘরে ধানের পালা কৃষক যায় যে মেপে।


মাঠে ঘাটে বাড়ির পাশে সবজি চাষায় চাষী
সবুজ শাকে ভিটামিন সি খেতে ভালো বাসি
বেগুন মুলা পালং শাকে ভরা শাকের ডালি
লাউ কুমড়া,বাধা কপি চাষায় আমার মালি।


হেমন্ত কাল সকাল সাজে শিশির কণা ভাসে
বিকাল বেলা রাখাল ছেলে গরু নিয়ে আসে
জ্যোৎস্না ভরা চাঁদের রাতে গানের আসর বসে
কৃষক চাষী সুখের দোলায় বসে থাকি রসে।#