তেতুঁলিয়ার শেষ প্রান্তে যে লিখা একটা জিরো
সেখানে গেলে মন যে আমার একেবারে হিরো
পিকনিক পাটি পর্যটক আর মিলন মেলার ভিড়ে
মন যে আমার যায় ছুটে যায় হিমালয়ের নীড়ে।


পাথর বোঝাই মালের ট্রাক হাজার রকম গাড়ি
পাস ফুট- ভিসা কাষ্টম কাজ যে, হচ্ছে তাড়া তাড়ি
আইন-কানুন,নীতি-মালা অধিকার সব জেনে  
পড়ঁশি দেশে যেতে হবে নাগরিক আইন মেনে।


এপার-অপার দু’দেশ ভরা সবুজ চায়ের পাতা
মায়ার আচল ভালোবাসায় সোহাগ ভরা ছাতা
বোল্ডার আকার,ছোট-বড় পাথর ভাংগার গানে
পাথর ভাংগি, বেলচা মারি বাঁধা মায়ার টানে ।


আমার দেশে বিজেপি যে বন্দুক হাতে দাড়া
অপর দিকে ভারত সৈনিক সারি সারি খাড়া
বাংলা বান্ধা স্থল বাজার ফুটুক ঝর্ণা ধারা
শান্তি-সুখের সুবাস মেখে  সবাই আত্ম হারা।#