হতাশা যে এ জীবনে করে আমায় আটক
কত রকম দেখেছি আমি সিনেমা ও নাটক
হেথায় খুঁজি,সেথায় খুঁজি ঘুরি সারা বেলা
দিবস শেষে নিশি রাতে কত রকম খেলা।


মুছে গেছে সারা জীবন স্বপ্ন সুখের রসে
মনের বাঘ যে হার মেনেছে থাকে শুধু বসে
কোথায় গেল স্বপ্ন-আশা কোথায় ভালোবাসা
সুখের সংসার বাধব আমি এটাই ছিল আশা।


হতাশা  কি সারা জীবন থাকবে আমার ঘরে
জীবন আমার ধ্বংস হলো অল্প অল্প করে
চিন্তা-ভাবনা শেষ হয় না  কিসের ফিকির করি
নিরাশার ঐ পাহাড় ঝেড়ে সুখের জীবন গড়ি।


স্বপ্ন-আশা কোথায় গেল হারানো সব মালে
ফিরে কি পাব আমি আসছে শুভ কালে
তপ্ত রোদে সান্ত্বনা সব আসবে কি আর বিকাল
শান্তি সুখের মিলন মেলা বাড়বে শুধু আকাল।


হতাশার ঐ কালো মেঘে মনের আকাশ ঢাকা
হ্রদয় আমার জ্বলে পুড়ে হয়ে থাকে ফাঁকা
প্রভু কাছে চাই না কিছু করি শুধু সাধনা
আশার আলো ভরিয়ে দাও এটাই করি প্রার্থনা ।#