পাহাড়ের ঝর্ণা ধারা
বাধার প্রাচীর পেরিয়ে ছুটে,সাগরের মহা মিলনে।
আমার মাথার উপর, বিপদের ঘন কালো মেঘ
আমি অন্যায়, বাতিলের বিরুদ্ধে।
কষ্টের বেদনা বাড়ছে বাড়ুক,হাসুক মানুষ
জীবনের নীল জল বেদনার ঢেউ তুলে,ভাঙ্গছে দুকূল
তবু,বেপরোয়া মিষ্টি জলে ডুবাই জীবন।
ভাঙ্গা- গড়ার পৃথিবী,ভেসে আসে সোনালী সুখের গর্জন
আমি জেগে উঠি,জীবনের নীল জলে
আসছে নিশ্চিত, সোনালী সূর্যোদয়।#