বাড়ির পাশে আঁধার রাতে জোনাক পোকা জ্বলে
পাখ-পাখালির বাধা হিয়া পাতার ফাঁকে চলে
মাথার উপর  নীলাকাশে কোথায় চাঁদের আলো
জোনাক পোকা আলো দিয়ে দুর হয়ে যায় কালো।


নিশি রাতে জোনাক পোকা আলো মাখা খেলা
সেই আলোতে স্বপ্ন দেখি কাটাই সারা বেলা
আঁধার রাতে জোনাক পোকার মুখে হাসি ফুটে
সোনা-ঝিনুক,হিরার খনি নিব আমি লুটে।


জোনাক পোকার আলো ছাড়া মন বসে না ঘরে
জোনাক,জোনাক,জোনাক পোকা যায় না ছুটে দূরে
আর কাঁদ না সোনা মনি জোনাক পোকা জ্বলে
ঐ দেখ না বিরাট মেলা হচ্ছে বটের তলে।#