মাটি দিয়ে তৈরী তুমি থাক মাটির ঘরে
আবার প্রভু তুলবে তোমায় রাখবে থরে থরে
দু’ফেরেস্তা বলবে যখন কে যে তোমার  প্রভু
কি বা তোমার ধর্ম কর্ম বলতে হবে তবু।


দ্বীনের নবী কোথায় আছে কি নামে যে ডাক
কারন ছাড়া তুমি শুধু  নিরব কেন থাক
মোমিন বান্দা বলবে তখন আল্লাহ আমার রব
তার কাছে নড়াই মাথা তিনিই আমার সব ।


ইসলাম হলো শান্তির ধর্ম শান্তি পথে চলি
বিশ্ব নবী রসুল আমার ফুটাই ফুলের কলি
জান্নাতেই পোষাক পরে  মোমিন ঘুমে থাকে
বাঁশির ডাকে ঘুম যে ভাঙ্গে কিয়ামতের আগে।


কবর থেকে বাচাও প্রভু তুমি যে মেহেরবান
দয়ার সাগর মহান তুমি,তুমি যে অফুরান ।#