আমি কবিতা লিখিতে পারি না।
কারণ,কালি হীন কলম আলোহীন ঘর।
ছন্দ মালা হারায়,শব্দ যায় পালিয়ে
সব কিছু এলোমেলো।
আমি বিচলিত,চারিদিকে বিকট শব্দ
নিশি রাত, শুনি ঝি ঝি পোকার মহা সমাবেশ।
নিদ্রাহীন রজনী,এপাশ ওপাশ ফিরি
বুকের মাঝে চলছে বিষাক্ত ছুরি।
ফেরিওয়ালার ন্যায় কবিতার ফেরি করি না
ছন্দ মালা,শব্দ জাগার করি
তবু, কবিতা লিখিতে পারি না।#