সুখের সন্ধান করি আমি কোথায় সুখের ঠিকানা
মরীচিকায় ঘুরি আমি সুখ যে আমার অজানা
হেথায় খুঁজি সেথায় খুঁজি পাই না কোন সান্ত্বনা।


আকাশ-বাতাস,সাগর-নদী তেপান্তর খুঁজি
হিরা-মানিক,সোনা-রুপা হারাই সবে পুঁজি
চিন্তা-ধারা,কর্ম-কাজে ভাবনা নিয়ে বুঝি।


সৃষ্টি সেরা মানুষ আমি ধরায় থাকি বিদ্যমান
এখানে যে সুখের ডালি করি তোমায় আহবান
মানব সেবায় সুখের বাসা সর্দা থাকে বিরাজমান।#