শহর থেকে অনেক দূরে আমার গায়ের মাঝে
শীতের বুড়ি কাঁথা গায়ে আসে সকাল সাজে
হিম কুয়াশা ঢেউয়ে ঢেউয়ে আমার হৃদয় কাপে
টাপুর-টুপুর দারুণ শীত যে পড়ছে ধাপে ধাপে।


বুড়া-বুড়ি,যুবক কিশোর আর যে নব বধূ
কাপড় ছাড়া দারুণ শীতে কষ্ট করে তবু
গাছের পাতা,খড়-কুটা নিত্য আগুন জ্বালে
কোথায় গেল লেপ-কম্বল থাকি কাঁথার তলে।


গরীব-দুঃখী নিত্য ক্ষণে কষ্ট গলার মালা
শীতের দিনে এ জীবনে বাড়ায় শুধু জ্বালা
হিম-কুয়াশা মেঘে ঢাকা, ভরা সারা দেশে
হাত গুটিয়ে বসি থাকি আমরা সবাই শেষে।


শীতের কাপড় সেবা করি শক্তি শালী যারা
তাদের কথা, সারা দেশে পড়ে গেছে সারা
অতি ঠাণ্ডা,গরীব-দুঃখী কষ্ট ভীষণ বাড়ে
তাদের প্রতি সহানুভূতি থাকুক দৃষ্টি ভরে।#