জ্ঞানের কথা,ভাবের কথা  লিখেন আমার কবি
ছড়া-কবিতায় তুলে ধরেন সমস্যা যত সবি
নিশি রাতে  ফুটান তিনি ফুলের নতুন কুড়ি
নব সাজে সাজিয়ে তুলেন জ্ঞানে ভরা বাড়ি।


অসীম জ্ঞান সন্ধান করি  জ্ঞানী-গুনি কথা
অপরূপে দেশের কথা তুলেন কথা যথাতথা
শীতল বাতাস, ফুলের ঘ্রাণ যে ধীরে ধীরে আসে
সাগর- নদী ঢেউয়ের দোলা কেমন করে ভাসে।


মাটির গন্ধ,চাঁদের আলো  ফুটে ফুলের হাসি
রাখালিয়া মিষ্টি সুরে বাজায় বাঁশের বাঁশি
নদী মাতৃক স্বদেশ আমার রূপের পরিবেশে
শান্তি সুখে বসত করি দেশকে ভালোবেসে।#