আমার স্বজন ,প্রতিবেশী পরিচিতি জনে
বাড়ি ছেড়ে  দিচ্ছি পাড়ি প্রতি ক্ষণে ক্ষণে
লোভের মোহে পরি মোরা কবর যাবার আগে
আঁকা-বাঁকা পথ ছাড়ি না, জীবন মাঝে থাকে।


নারী-বাড়ি,টাকা-কড়ি কেউ  হবে না সাথী
প্রাণ পাখিটা যাবে উড়ে ঐ না রাতা রাতি
শাসন-শক্তির, দারুণ লোভে ডুবেছি যে মানুষ
লোভের মোহে পাপ যে করি থাকি শুধু বেহুস ।


নিজের হিসাব  সবার আগে হারাই ন্যায় নিষ্ঠা
নরাধম মানুষ বুঝি নিজে ভোগ করি বিষ্ঠা
সাজি প্রভু,পদ পদবিতে হয়েছি সবাই অন্ধ
ভুলেছি মৃত্যু,সত্য ভুলে সবই করি বন্দ।#