শীতের দিনে আদর ভরা কোথায় মায়ার চাবী
বস্তি বাসির দুঃখের কথা কেউ কি কখন ভাবি
আমরা তাদের টোকাই বলি ঘৃণা করি সবে
আদর-সোহাগ পেলে তারা মানুষ হবে তবে।


শীতের দিনে দারুণ কষ্ট থাকি বাড়ি ছাড়া
অবহেলা,অনাদরে বেচে থাকি মোরা
দিবা শেষে রাতের বেলা কাপড় ছাড়া থাকি
জীবন আমার অতি কষ্ট করি ডাকা ডাকি।


শীতের দিনে কোথায় থাকে সোহাগ ভরা পাতা
কে ধরিবে মাথার উপর ভালো বাসার ছাতা
হিমেল হাওয়া জড়ো সোড় কাঁপি থরে থরে
চারি দিকে হিম কুয়াশা সবাই থাকি ঘরে।


আদর ভরা ভালবাসা শুধুই মোদের দাবী
এটাই হলো এ জীবনে সুখে থাকার চাবি
আমি,তুমি সবাই মিলে মায়ার আচল ধরি
ভালোবাসা বাঁধন দিয়ে তাদের জীবন গড়ি।#