আমার মা,শান্তিময় বৃক্ষ
মায়ের লাশ  কাটা তাড়ে
ধর্ষিত হচ্ছে বাস,ট্রেন,কার খানায়
অথচ আমরা, মায়ের ইজ্জত রক্ষা করতে পারি না।
আকাশের নীচে, নিত্য ঘটে মায়ের সম্ভ্রম হানি
আমরা সন্তান,অন্ত কলহে নির্বিকার
নিজের হাতে লজ্জা ঢাকি।মাতৃভূমি আমার জন্ম স্থান
মাতৃভাষা,আমার মায়ের কোলে কথা শিখা।
বাহান্ন সাল, বিলিয়ে দিয়েছি
এক বুক তাজা রক্ত,যা বিশ্ব ব্যাপী গোরাম্বিত।
একাত্তরের স্বাধীনতায়, এক সাগর রক্ত
নদীর জল লালে লাল,স্বাধীনতার লাল সবুজ পতাকা এনেছি।
কবে আসবে দেশে রক্তে ভিজা মাটির উর্বরতা ,
মানুষের পু র্ণ স্বাধীনতা,মা,আর মাতৃভাষা যথাযথ মর্যাদা ?#