প্রাণের ভাষা,মাতৃ ভাষা,মাতৃ ভাষার গানে
তুমি আমার চাওয়া-পাওয়া থাকো মনে প্রাণে
এই ভাষাতে কাঁদি-হাসি
এই ভাষাতে বাজাই বাঁশি
এই ভাষা যে মধুর  ভাষা জাগায় আশা প্রাণে।


কুলি-মজুর,শ্রমিক- চাষী বলে বাংলা  ভাষা
এ ভাষাতে বলি কথা মিটাই মনের আশা
চাই না আমি হীরা সোনা
ডাকি শুধু মা ডাক খানা
মায়ের কোলে কথার ঝুলি বলি মাতৃ ভাষা।#