জীবন আমার নদীর মত
কোথায় যাচ্ছে ভেসে
মৃত্যু নামের মহা ডাক টি
কখন যেন আসে।


সময় বাড়ে,সময় আসে
কেটে যায় যে বেলা
এ জীবনটা কেটে দিলাম
শুধু করে অবহেলা।


মৃত্যুর যে দিন ডাক আসবে
আঁকড়ে ধরবে মোরে
স্বজন-সম্পদ,টাকা-কড়ি
সবে থাকবে পরে।


আসল ঘরে যাবার আগে
সত্য আমল  করি
খোদার ভয়ে এ জীবনটা
সঠিক ভাবে গড়ি।#