সাধক রূপে মহা সাধক
বলবে মানুষ সাধু
সাধন ছাড়া হয় না কর্ম
বলবে ভণ্ড বাবু।


জ্ঞান ভরা জ্ঞানের কথা
আসে জ্ঞানীর মুখে
দু’জাহানে সাধক হলে
থাকি সবই সুখে।


গাইলে গান হয় না গায়ক
কিংবা অভিনেতা
আঁকা-বাঁকা লিখলে লিখা
হয় না যে কবিতা।


সময় থাকতে সাধন কর
ছাড় মুখোশ পড়া
সত্য-ন্যায়ের আচল ধরে
সাধক জীবন ভরা।#