নিশি রাত, নিদ্রাহীন রজনী
খুঁজি অর্থবহ কবিতার শব্দ মালা
টেবিলে সাদা কাগজ,হাতে কলম
সবল চিত্ত লিখনি,সুনিপুণ শব্দ চয়ন।
নিশি রাত,ঘিরব পৃথিবী, কোথাও সাড়া নেই কোন প্রাণীর
রাত জাগা প্রহরীর মত শুধু দাঁড়িয়ে আছে বিদ্যুতের বাতি।
জাগো, জাগো বলে আমি ডাকি
উঠ,দাঁড়াও ঝাঁপিয়ে পর মায়াময় ধরণির বুকে।
ডাকছে সফলতা,উন্নয়নের হাতছানি
হাসছে উদয় মান সোনালি রবি।#