আমি হারিয়ে যাই,শব্দ হীন উপত্যকায়
গভীর অন্ধকারে ডুবি,উট পাখির মত নিজেকে নিরাপদ ভাবি।
নশর পৃথিবী জন জ্যাম, চারি দিকে বিকট শব্দ
নৈশব্দ পৈশাচিক হাসি ,শব্দের কোলাহল, বিলুপ্ত কান্না
পালাবার জায়গা কোথায় ? নদী-সাগর,চোখের গভীরতা
অজস্র কথার জাল ,পলকে হারিয়ে যাই দুরে,অনেক দূরে।
জোনাকি পোকার মিটি মিটি হাসি
নৈশব্দ সারা রাজ্য ঘুরি ,ছুটে যায় মুখের ভাষা
শব্দের পাগলা ঘোড়া অবিরাম ছুটে । চাই চেতনার আয়নায় নিজেকে
আনন্দ-উল্লাস,দুঃখ-বেদনা ,বিষাদময় যাতনা
ভালো লাগে নৈশব্দ প্রেম,ভালবাসা।#