কবিতায় শব্দ হীন ভাষা,ছন্দের বিচ্ছিন্নতা
মূল্যহীন শব্দ মালা।ভাবলাম কবিতা হবেনা
একটি প্রেমের চিঠি লিখি।
গু ধুলি বেলার রক্তিম আভা, সীমাহীন আশা
উন্নত ভাষা, সাগর-নদী,আকাশ-বাতাস, নদী মাতৃক দেশ
সবুজ মাটি,আচল ভরা প্রেম,কাঁকন বালার ঝংকার
কুলি,মজুর,শ্রমিক সপ্ত আসমান ভেঙ্গে
বকুল,গোলাপ,হাস না হেনা,জুঁই-চামেলি সহ হাজার ফুলের
অনুরাগ-অনুভূতি হিম শীতল বাতাসে মহা প্রেম ।
তারপর,মনের অনিচ্ছায় চিঠি পোস্ট বক্সে ফেলি
দিন,সপ্তাহ শেষে চিঠির বক্সে ভালবাসার সাদা খামে
একটি চিঠি,আমি চমকে উঠি।
প্রিয়তমা লিখেছে,’ওগো প্রতিম,চিঠিতে প্রেমের অপরূপ মনোরম ভাষা
সারা এলাকা, দেশের কোটি কোটি জনতা
আমি,আমিত্ব হারিয়ে,তোমার প্রেমে মুগ্ধ ।
সারা দেশ ধন্য।শুধু,তোমার প্রেমের জন্য।#