আমার সামনে অনেক স্বপ্ন
স্বপ্ন আঁকে কবি
খাতা-কলম রং তুলিতে
তুলি সবাই ছবি।


হৃদয় আমার জেগে থাকে
শব্দ ভরা বুকে
ছড়া-কবিতার মূল্য দিয়ে
সবাই থাকি সুখে।


চোখের কোণে রবির আলো
হাজার স্বপ্নের হাসি
লিখার মহা শক্তি গুনে
বাজে স্বাধীন বাঁশি।


সাগর-নদী দিচ্ছি পাড়ি
বিজয় আনি টানি
কবি লিখা তীরের গতি
জাগায় একটু খানি।


জেগে উঠে ঘুমন্ত মানুষ
জাগে ঘুমের পাড়া
মুক্ত বাতাস স্বাধীনতায়
জাগে দেশের সেরা।


মহা বিজয়, সফলতায়
সুখের বাঁশি বাজে
আধার ছেড়ে আলোয় আলো
সকাল-বিকাল আসে।#