গভীর রাত,স্বপ্নময় পৃথিবী
নিজের অজান্তে জাগে স্বপ্ন রাণী
দেখি নি রবে আশ্চর্য ময় জীবন ।
সারা দেহে আঘাতের তরঙ্গ মালা, শিরা-উপশিরায় মহা কান্না
জীবন শক্তি অচল, মাটিতে চলি ধীর পায়ে ।
শিশির ভিজা ঘাস,নরম পায়ে,বহে আনন্দ ধারা
দেখি আশার মোহনা,সুখ সাগর,জীব নাবাস এ ন শর পৃথিবী ।
চলি ফিরি বাইপাস,প্রবেশ জীবন্ত নীল কুটির
জীবনের নাম , স্বপ্নময় পৃথিবী।#