তোমার আগমনে নীরবতা ভেঙ্গে
বয়ে আনে আনন্দ,তোমার বিদায়ে হৃদয় আকাশে
বেদনার ঘূর্ণি ঝড় উঠে।
পানি হীন বিলে শুকনা পাতা
ঝির ঝির বাতাসে উড়ছে, প্রিয়ার আচল নদীর জলে ভিজছে।
মিষ্টি রোদ,প্রচণ্ড বৃষ্টি পাতে
ব্যাটা চালিত গাড়ি চলছে আপন গতিতে।
আমি পড়ছি উপন্যাস, মধু মাখা সংকল্পে জমেছি
বাতাসে ভেসে আসে, বুক ফাটা কান্নার ধ্বনি
কারো কান্নায় অশ্রু ঝরছে,কবি কবিতা লিখছে
অথচ স্বপ্নচারী, স্বপ্ন দেখছে।
অশান্তির আক্রমণে প্রশান্তির মালা থমকে দাঁড়ায়
ভেসে যায় সব গয়লানী,শান্তির প্রবর্তমান স্রোতে
গড়ে উঠে প্রশান্তির বাগিচা। তাই ভাবনার রাজ্য  
লিখেছে কবি, শব্দ ময়লার কবিতা।#