আঁকাবাঁকা নদী ঘেরা
স্বদেশ আমার দেখি
দীঘির জলে শাপলা ফোটে
জলে ঝিকিমিকি।


ছায়া ভরা সবুজ পাতা
শত ফুলের বাহার
প্রজাপতি ডানা মেলে
করে শুধু আহার।


সকাল হলে ভোমর ছুটে
মিষ্টি মধুর ঘ্রাণে
পাতার ফাঁকে মধুর হাড়ি
আকুল করে প্রাণে।


মধুর সুরে কোকিল ডাকে
বাঁশির সুরে সুরে
তারার মেলা নিশি রাতে
থাকে আমার ঘরে।#