সকাল বেলা হাঁটি সবে শিশির ভেজা ঘাসে
সোনা ঝরা মিষ্টি রোদ যে সবাই ভালবাসে
চারি দিকে শীতল হাওয়া ঝির ঝিরিয়ে বায়
হিম কুয়াশা চারি দিকে  শিশির ভেজা পায়।


সোনার বরণ পাকা ধানে মধু মাখা হাসি
চাষির বুকে ঝিলিক ছড়ায় হাজার স্বপ্ন রাশি
ধানের মাঠে কাটা কাটি ব্যস্ত গায়ের বধূ
সোনার ধানে মনো মুগ্ধ হৃদয় ভরা মধু।


পাকা ধানে ভরে গেছে আমার সারা বাড়ি
ধানের টাকায় কিনবে বাবা মায়ের নতুন শাড়ী
নতুন ধানে নবান্ন যে পিঠা পায়েস যত
ঘ্রাণে ঘ্রাণে মুগ্ধ হচ্ছে মানুষ শত শত।#