দিগন্ত জুড়ে সারা মাঠে সোনালী ধান হাসে
চাষির মুখে খুশির ঝিলিক মন থাকে উল্লাসে।


হাজার রকম স্বপ্ন দেখি লালন করি বুকে
পাকা ধানে ভরবে গোলা থাকব মোরা সুখে।


সুখের দোলা দুলছে মনে হাসি-খুশি গানে
ঘরে ঘরে পিঠা পায়েস  থাকি খুশির বানে।


চারি দিকে ছড়িয়ে যায় স্বর্ণ ধানের ঘ্রাণে
ঢেঁকি তালে চালের গুড়া নেচে উঠে প্রাণে।


ঘাসের মাথায় শিশির কণা নিত্য আমায় ডাকে
আমার প্রাণটা ভরে উঠে দেখে বাংলা মাকে।#