সুরা- মাদানি।আয়াত-৪,রুকু-১।
শুরু করি রবের নামে যিনি আমার প্রভু
গুন গান যে তারি করি ভুলি নাকো কভু।


মহান স্রষ্টা উষা কালের তাকে স্মরণ করি
ক্ষমা চাহি তোমার কাছে তোমার চরন ধরি
অনাচার,খারাপ কাজে আছে সৃষ্টি পাপাচার
দিবা নিশি পানা চাহি অতিষ্ঠ আর অত্যাচার।


দিবা শেষে রাতের বেলা অন্ধকারের ভিড়ে
বিপদ তুমি দিও না প্রভু মানুষ জনের ঘাড়ে
মুখের ফুঁকে তাবিজ দিয়ে অনিষ্ট করে যারা
বিপদ আনে এ সব নারী বিপদ ভরা তারা।


ক্ষমা চাহি ওগো প্রভু বেহুদা নারী থেকে
জাদুর গুটি হাতে নিয়ে পথ যে চলে বেঁকে
হিংসার নামক জ্বলন্ত আগুন যখন মহা জ্বলে  
মুক্তি দিও মানুষকে তুমি তোমার রহম কলে।#
(ফালাক শব্দের অর্থ উষা।ইবনে আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, ফালাক শব্দের অর্থ উষা।মুজাহিদ,সাঈদ,ইবনে জুবাইর,আব্দুল্লাহ ইবনে মালিক (র) প্রমুখ মুফাসসির গণ এইরকম বর্ণনা করছেন।#)