(মাক্কী সুরা,আয়াত-১১,রুকু-১ম
দয়াল প্রভু তোমার নামে শুরু করি আমি
বিপদ-আপদ মুক্ত কর,তুমি অন্তর্যামী।


মহা প্রলয় ঘটবে যখন ছিন্ন-ভিন্ন হবে
এ ধরাতে এমন কান্ড দেখবে তখন সবে
মহা প্রলয় বিরাট কাণ্ড সত্য বলে জানি?
সব মানুষে উড়বে তখন এই কথাটা মানি।


পাহাড়-পর্বত ছিন্ন- ভিন্ন তুলার মত উড়ে
সৃষ্টির সব হুড় মুড়িয়ে ক্ষয়ে যাবে  ঘুরে
নেকির পাল্লা যাদের ভারি  তারাই থাকে সুখে
পাপের বোঝা ভারি হলে থাকে তারা দুঃখে।


থাকে পাপী অনন্ত কাল হাবিয়া জাহান্নাম
উঠে আগুন,জ্বলবে দেহ ভিজবে দেহ ঘামে।#