শুরু করি তোমার নামে ওগো জগত স্বামী
দু’জাহানের মালিক তুমি তোমার নামটা দামী।


কেঁপে উঠবে এই পৃথিবী ভেংগে যাবে বাড়ি
নিজের বোঝা বাহির করতে,করবে না সে দেরি।


কথা বলবে  এ ধর নী  মুখে নাই যে  তালা
বলবে মানুষ কি হল যে, করে ভীষণ জ্বালা।


খোদার হুকুম কাজ হবে,দোষ দিব কারে
দলে দলে আসবে মানুষ, আসবে ফিরে ফিরে।

পরকালে আমল নামা দেখবে নিজের চোখে
অণু-অণু, সৎ কর্ম যে থাকবে শান্তি সুখে ।


অসৎ কাজের মহা ডালি দেখবে সেদিন নিজে
চোখের জলে নিজের  বুক যে  যাবে শুধু ভিজে।#