সুরা-মক্কী,আয়াত-৭,রুকু-১ম


তুমি রহিম দয়াল প্রভু করুণার আধার
রহমান নাম নিয়ে আমি শুরু করি আবার


রহিম ও রহমান  তুমি সারা জাহানের প্রভু
প্রশংসা সব তোমার তরে ভুলি নাকো কবু।


শেষ বিচারের মালিক তুমি, তুমি অধিপতি
তুমি ছাড়া সে দিন কারো থাকবে নাকো গতি।


তোমার কাছে চাই যে আমি চাই যে নামি দামি
সহযোগিতা চাই যে আমি, হে অন্তর্যামী।


তোমার দেয়া সরল পথে  চালাও প্রভু মোরে
সবার সেরা সঠিক পথে রাখ তোমার ঘরে।


ওগো প্রভু আমায় রাখ মোমিন বান্দার পথে
সত্য পথের পথিক হয়ে পূর্ণ বানদের সাথে।


সেই পথে নিও না প্রভু অভিশপ্ত যারা
তোমার গজব মাথায় নিয়ে নিত্য চলে তারা।#


সুরা ফাতিহার অর্থ অনুযায়ী কবিতাটি লিখার চেষ্টা করেছি। অর্থ অনুযায়ী ছন্দের মিলে ভুল আসা স্বাভাবিক।)