প্রাণ-পাখি উড়ে যাবে থাকে শূন্য খাঁচা
মৃত্যু লাশ যখন তখন, কাঁধে নিব তুলি
কাচা বাঁশে বাধি বাসা দেখি শূন্য হিয়া
কান্না-কাটি,আহা জারি থাকি সবে ভুলি
টাকা-কড়ি,মালা মালে মায়া বেশী বেশী
মাটি দিয়ে  কর্ম শেষে  সবাই  ফিরি বাড়ি
ভাল কর্ম স্বর্গ আনে থাকি মহা খুশি
কর্ম কাজে ব্যস্ত থাকি অতি তাড়া তাড়ি।


অতি প্রিয় টাকা কড়ি থাকে না যে পাশে
শান্তি মাখা শান্তি নিয়ে স্বর্গ সুখে থাকি
সত্য কর্ম  চির সাথী গানে ভরা পাখি
প্রতি দিনে মিষ্টি সুরে করে ডাকা ডাকি
মায়া-ভরা এই ধরণী তুমি অন্তর্যামী
নিশি-রাতে,দয়ার ছাতা তুলে ধরো তুমি।#