শীতের দিনে গভীর রাতে
ঠাণ্ডা আমার সাথী
লেপ কাঁথা যে ছাড়াই কাটাই
আমি গভীর রাত্রি।


গাছের পাতা,কাঠের মুড়া
নিত্য আগুন জ্বলে
শীতের কষ্ট বাধা দিতে
থাকি কাঁথার তলে।


বুড়া-বুড়ি,যুবক-কিশোর
শীতের কষ্টে শিশু
সর্দি জ্বরে মরছে দেখি
পাশের বাড়ির মিশু।


ঘুমায় যারা নিত্য দিনে
কাঁথা কম্বল  ছাড়া
মানব সেবা তাদের পাশে
একটুখানি দাড়া।#